বহির্গমন যাত্রী

উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষের ইস্যুকৃত উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্র (Phytosanitary Certificate) ছাড়া বহির্গমন যাত্রী কোন প্রকার উদ্ভিদ বা উদ্ভিদজাত পণ্য পরিবহন করতে পারবেন না। 

কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্য গন্তব্য দেশে নিষিদ্ধ না হলে বহির্গামী যাত্রীর আবেদনের প্রেক্ষিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা যাত্রীর সাথে বহনকৃত বা লাগেজের মাধ্যমে পরিবহনকৃত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্য পরীক্ষা-নিরীক্ষা ক্রমে, প্রয়োজনে শোধন এবং উদ্ভিদ স্বাস্থ্য সনদ (Phytosanitary Certificate) ইস্যু করতে পারবেন।

আগমনী যাত্রী

যাত্রীর সাথে বা লাগেজে পরিবহনকৃত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবানু অথবা প্যাকিং সংশ্লিষ্ঠ কাগজপত্রসহ যাত্রী আগমনী টার্মিনালে অবস্থিত উদ্ভিদ সংগনিরোধ ডেক্স-এ কর্তব্যরতঃ উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তার নিকট ঘোষনা প্রদান করা সহ পন্য প্রদর্শন করতে হবে ।

উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা উল্লিখিত দ্রব্যাদি পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষান্তে পণ্যটি ছাড়করণ বা ধ্বংসকরণ বা শোধন বা নিষ্পত্তি করিবার ব্যবস্থা গ্রহণ করবেন। 

যাত্রী তাঁর পারিবারিক ব্যবহারের নিমিত্তে বহনকৃত উদ্ভিত ও উদ্ভিদজাত জাত পণ্য উদ্ভিদ সংগনিরোধ পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষান্তে সংগনিরোধ বালাই মুক্ত হলে বহনকৃত পণ্যেও পরিমাণের বিষয় কাস্টম কর্তৃপক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত সংগনিরোধ ফিস রশিদের মাধ্যমে জমা গ্রহন পূর্বক (যাহা টিআর চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়) ছাড়করণ করা যাবে।

কোন যাত্রী বিদেশ থেকে কোন প্রকার উদ্ভিদ বা উদ্ভিদজাত পণ্য আনবার ইচ্ছা পোষণ করলে দেশ থেকে বর্হিগমনের পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ নির্ধারিত ফিস জমাদান পূর্বক পরিচালক, উদ্ভিদ সংগনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ফার্মগেট, ঢাকা এর নিকট থেকে Import Permit (IP) গ্রহন করবেন এবং বিদেশ থেকে ফেরার সময় সংশ্লিষ্ট দেশের উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষের নিকট থেকে উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্র (Phytosanitary Certificate) গ্রহন করতে হবে। অন্যথায় এধরনের কোন পণ্য দেশে অনুপ্রবেশ করা যাবেনা ।