হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (হশাআবি) বাংলাদেশের ব্যস্ততম বিমানবন্দর। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। বিমানবন্দরের দুটি অংশ রয়েছে, একটি বহির্গমন যাত্রীদের জন্য এবং একটি আগমনী যাত্রীদের জন্য। বহির্গমন এবং আগমনী উভয় ক্ষেত্রেই শুল্কমুক্ত দোকান রয়েছে।

বহির্গমন এবং আগমনী যাত্রীদের জন্য শুল্কমুক্ত দোকান হতে পণ্য ক্রয়ের নির্দেশনাবলীঃ

ক। হশাআবি-তে শুল্কমুক্ত দোকানগুলি বিমানবন্দর থেকে বহির্গমন এবং আগমনী সকল যাত্রীদের জন্য উন্মুক্ত। যাত্রীগন সুগন্ধি, চকলেট, প্রসাধনী মদ, তামাক ইত্যাদি সহ বিভিন্ন পণ্য ক্রয় করতে পারেন। শুল্কমুক্ত দোকানে পণ্যের দাম সাধারণত নিয়মিত দোকানে পণ্যের দামের তুলনায় কম।

খ। বহির্গমন যাত্রীগন, বাংলাদেশী অথবা বিদেশী ২ লিটার মদ শুল্কমুক্ত হিসাবে বহন করতে পারবেন। 

গ। আগমনী যাত্রীগন, বিদেশী পাসপোর্টধারী হলে ১ লিটার মদ শুল্কমুক্ত হিসাবে বহন করতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশী নাগরিক অথবা বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীগন বিদেশ হতে আগমনের ক্ষেত্রে কোন প্রকার মদ অথবা  এলকোহল জাতীয় পণ্য বহন করতে পারবেন না।