পোষা প্রাণী বিমানে বহনের ক্ষেত্রে নির্দেশনা

সকল এয়ারলাইন্স বিড়াল, কুকুর বা পাখিকে বিমানে বহনের অনুমতি দেয় না। পোষা প্রাণী বহনে ইচ্ছুক যাত্রীদের উপযুক্ত এয়ারলাইন্স নির্বাচন করা উচিত।  সম্মানিত যাত্রীদের পোষা প্রাণীদের জন্য টিকা এবং স্বাস্থ্য সনদের পাশাপাশি, পোষা প্রানী বিমান ভ্রমন নিশ্চিত করার জন্য এয়ারলাইনন্সের মাধ্যমে গন্তব্য দেশের পশু কোয়ারেন্টিন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে ছাড়পত্র গ্রহণ করা উচিত। পোষা প্রাণী বহন করার জন্য বিশেষ খাঁচার প্রয়োজন, এবং পোষা প্রানী পরিবহনের নিয়মগুলি এয়ারলাইনন্স অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। 

বিদেশ থেকে পোষা প্রাণী আমদানির ক্ষেত্রে নির্দেশনা

বিদেশ থেকে পোষা প্রাণী আমদানির জন্য, প্রাণিসম্পদ বিভাগের ওয়েব পোর্টাল, www.dls.gov.bd - এর মানবসম্পদ উন্নয়ন শাখায় আবেদন করতে হবে। যাত্রীকে অবশ্যই পোষা প্রাণীর স্বাস্থ্য শংসাপত্র, পোষা প্রাণীর ছবি এবং যে দেশ থেকে যাত্রী বাংলাদেশে আসছেন তার ভেটেরিনারি সার্জন বা বিশেষজ্ঞ দ্বারা প্রদত্ত ভ্যাকসিন কার্ডের সাথে আবেদন করতে হবে।