ধাপ
০১

হ্যাভি লাগেজ/প্রবেশ গেইট

প্রথমে একজন সম্মানিত যাত্রী তার ফ্লাইটের নির্ধারিত সময়ের ০৪ ঘন্টা পূর্বে বিমানবন্দরের বহির্গমন ড্রাইভওয়েতে উপস্থিত হবেন। ড্রাইভওয়েতে আসার পর প্রবেশ গেইটে সংরক্ষিত ডিসপ্লে বোর্ড এর নির্দেশনা অনুযায়ী তার ফ্লাইটের জন্য নির্ধারিত গেইট দিয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে পাসপোর্টসহ আনুষাঙ্গিক কাগজপত্র প্রদশনপূর্বক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করবেন। উল্লেখ্য যে, লাগেজ বহণের জন্য ড্রাইভওয়েতে প্রতি প্রবেশ গেইটের সংলগ্ন স্থানে বিনামূল্যে ট্রলি পরিষেবার ব্যবস্থা রয়েছে। 

ধাপ
০২

চেক-ইন কার্যক্রম/লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ

বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের পর ডিসপ্লে বোর্ড এর নির্দেশনা অনুযায়ী সম্মানিত যাত্রীর ফ্লাইটের জন্য নির্ধারিত চেক-ইন কাউন্টারে উপস্থিত হয়ে এয়ারলাইন্স প্রতিনিধির নিকট পাসপোর্টসহ সকল কাগজপত্র প্রদর্শন পূর্বক লাগেজ বুকিং দিবেন এবং লাগেজ ট্যাগ ও বোর্ডিং কার্ড সংগ্রহ করবেন। উল্লেখ্য যে সৌদি আরব গামী যাত্রীদের ক্ষেত্রে যদি তিনি পুরাতন যাত্রী হন অথবা ছুটিতে এসে থাকেন তাহলে চেক-ইন করার পূর্বেই বহির্গমন এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে ছুটির কাগজ সত্যায়িত করে নিবেন এবং নতুন যাত্রীর ক্ষেত্রে চেক-ইন করার পর ইমিগ্রেশন এর অভ্যন্তরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে বিএমইটি (BMET) কার্ড যাচাই করতঃ বোর্ডিং কার্ডে সীল নিশ্চিত  করে নিবেন। সম্মানিত যাত্রীগণ চেক-ইন করার সময় কোন সমস্যার সম্মূখীন হলে বহির্গমন এলাকায় অবস্থিত হেল্প ডেস্ক এর মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য সেবা গ্রহণ করতে পারবেন।

ধাপ
০৩

ইমিগ্রেশন

চেকিং কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সম্মানিত যাত্রীগণ পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং আনুষাঙ্গিক কাগজপত্র প্রদর্শন পূর্বক ইমিগ্রেশন সম্পন্ন করবেন এবং পাসপোর্টে সীল পড়েছে কিনা তা নিশ্চিত হবেন।

ধাপ
০৪

বহির্গমণ লাউঞ্জে অবস্থান

ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর সম্মানিত যাত্রীগণ প্রি-বোর্ডিং সিকিউরিটি শুরু হওয়ার ০২ ঘন্টা পূর্ব পর্যন্ত বহির্গমন লাউঞ্জ এলাকায় অপেক্ষা করবেন। এর মধ্যে কোন যাত্রীর যদি বিদেশী মুদ্রা এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে বহির্গমন লাউঞ্জে অবস্থিত মুদ্রা বুথ হতে মুদ্রা এক্সচেঞ্জ করতে পারবেন। এছাড়াও শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য ইমিগ্রেশন-১ এর পাশে বেবি কেয়ার, বই পড়ার জন্য একটি বঙ্গবন্ধু কর্ণার, শুল্কমুক্ত দোকান এবং দুপুরের খাবার/রাতের খাবার অথবা নাস্তা করার জন্য রেস্তোরা ও প্রয়োজনীয় ফুড কর্ণার রয়েছে।

ধাপ
০৫

প্রি-বোর্ডিং সিকিউরিটি সম্পন্ন

বহির্গমন লাউঞ্জে অবস্থানরত সম্মানিত যাত্রীগণ প্রদর্শিত ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুসরণ করে ফ্লাইট প্রস্থানের ০২ ঘন্টা/০১ ঘন্টা পূর্বে তাদের নির্ধারিত বোর্ডিং গেইটে উপস্থিত হবেন। নিরাপত্তা তল্লাশির এবং স্ক্রীনিং নিশ্চিত করার জন্য কোট, ব্লেজার, জ্যাকেট, বেল্ট, জুতা, হাতঘড়ি, মোবাইল, ল্যাপটপ, আই-প্যাড, ট্যাব, চার্জার, পাওয়ার ব্যাংক, খেলনা বন্দুক, চাবি, কয়েন, ইলেক্ট্রনিক সামগ্রী ইত্যাদি ট্রে এর মধ্যে রাখতে হবে এবং ট্রে টি  নিরাপত্তা তল্লাশি ও স্ক্রীনিং প্রক্রিয়া সম্পন্ন করার পর, সম্মানিত যাত্রীগণ বিমানে উঠার জন্য হোল্ডিং লাউঞ্জে অপেক্ষা করবেন। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিনিধি সম্মানিত যাত্রীদের বিমানে উঠতে সহায়তা করবেন।