হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্মানিত মুসলিম নারী এবং পুরুষ উভয়ের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক আগমনী কনকোর্স হল (আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংযোগ গেইটের পাশে),  ২য় তলায় ইমিগ্রেশন এর আগে (আন্তর্জাতিক টার্মিনাল-২), ৩য় তলায় ইমিগ্রেশন এর পরে (আন্তর্জাতিক টার্মিনাল-২) এবং অভ্যন্তরীণ টার্মিনালে নামাজের সুব্যবস্থা রয়েছে।