Date : 24 Sep 2024 - 14 Oct 2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মেরামতের জন্য আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাত ১:০০ থেকে ভোর ৪:৩০ পর্যন্ত রানওয়ের কার্যক্রম ৩ ঘন্টা ৩০ মিনিট বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরের সেন্ট্রাল লাইন লাইট, রানওয়ে টার্চ ডাউন, সেভেন ওয়ান লাইট, রানওয়ে-১৪ ও ৩২ এর স্টপ ওয়ে লাইটিং সিস্টেম ইনস্টলেশন এবং রানওয়ে মেইনটেনেন্সের (সিভিল) কাজ সম্পন্ন করা হবে।

এই মেরামতকালীন সময়ে বিমানবন্দরের সকল ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সকল এয়ারলাইন ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনঃনিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

বিমানবন্দরের পক্ষ থেকে মেরামতের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।